লাহোর: রাষ্ট্রসঙ্ঘের জঙ্গি তালিকা থেকে তার নাম সরানোর জন্য আবেদনপত্র জমা দিল লস্কর ই তৈবা প্রতিষ্ঠাতা ও ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদ। যদিও ২০০৮-এর ডিসেম্বর থেকে সে রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি। তার মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার।


পাকিস্তানের লাহোরে জানুয়ারি থেকে ‘গৃহবন্দি’ ছিল সইদ। যদিও তাতে অন্যান্য জঙ্গি, অনুগামীদের সঙ্গে দেখাসাক্ষাতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি তার। সেভাবেই করেছে সাংবাদিক বৈঠকও। ২৯৭ দিন এভাবে চলার পর পাক সরকার ছেড়ে দেয় তাকে।

এরপর লাহোরের একটি ল ফার্ম তার নাম রাষ্ট্রসঙ্ঘের জঙ্গি তালিকা থেকে তোলার জন্য আবেদন জমা দিয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রসিকিউটর জেনারেল নাভিদ রসুল মির্জা জানিয়েছেন, তাঁর সংস্থা এই আবেদন করেছে রাষ্ট্রসঙ্ঘে।

কুখ্যাত জঙ্গি হাফিজ সইদকে পাক সরকার মুক্তি দিয়েছে ২৬/১১-র ৯ বছর পূর্তির ঠিক ১ দিন আগে। মুম্বইয়ের কুখ্যাততম ওই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। ভারতীয় বিদেশ মন্ত্রক মন্তব্য করেছে, হাফিজের মুক্তিতেই পরিষ্কার, ২৬/১১-র অপরাধীদের সাজা দেওয়া পাকিস্তান সরকারের কাছে কতটা গুরুত্বহীন। এতেই পরিষ্কার, তারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার পুরনো নীতি থেকে বিন্দুমাত্র সরেনি, উল্টে ইসলামাবাদ এভাবে জঙ্গিদের মূল স্রোতে আনার চেষ্টা করছে।

আমেরিকা বলেছে, হাফিজকে এই মুহূর্তে ফের গ্রেফতার করতে হবে, তা না হলে পাক-মার্কিন সম্পর্কের অবনতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।