ইসলামাবাদ: ২০০৮-এ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পিছনে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের কোনও ভূমিকাই নেই বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। তাঁর মন্তব্য, পাকিস্তানে তাঁকে কেউ জঙ্গি বলে না। হাফিজকে গৃহবন্দী করে রাখার প্রসঙ্গ উল্লেখ করে মুশারফ বলেছেন, ‘জানলে অবাক হয়ে যাবেন, হাফিজ সইদকে ভারতই বেশি হৈচৈ করে। আমেরিকা হাফিজের বিষয় নিয়ে মাথা ঘামায় না’।
পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক বলেছেন, ‘আমেরিকা হাক্কানি ও শাকিল আফ্রিদি নিয়ে মাথা ঘামাতে পারে..কিন্তু হাফিজকে নিয়ে তারা কোনও কথা বলে না। হাফিজের বিষয়টি নিয়ে শুধু ভারতই হৈচৈ করে’।
মুশারফ এমন দাবি করলেও গত জানুয়ারি মাসে পাকিস্তান ৬৮ বছরের হাফিজকে ৯০ দিনের জন্য গৃহবন্দী রেখেছে। হাফিজ ও তাঁর সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রবল চাপ তৈরি করেছে বলে খবর। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার জন্য হাফিজের মাথার দাম ১০০ কোটি ডলার ঘোষণা করেছে আমেরিকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখোশ সংগঠন জামাত-উদ-দাওয়া। লস্কর ২০০৮-র ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা সহ একাধিক জঙ্গি হামলায় জড়িত। লস্করের মুখোশ সংগঠন জামাতের মূল পান্ডা হাফিজই। ২০১৪-র জুনে জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা।
মুম্বই হামলার পরই হাফিজকে গৃহবন্দী করেছিল পাকিস্তান। কিন্তু ২০০৯-এ পাক আদালতে খালাস পেয়ে যান তিনি।
ভারত ও পাকিস্তানের চলতি উত্তেজনা প্রসঙ্গে মুশারফ বলেছেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যদি শান্তি চান, তাহলে পাকিস্তানের সঙ্গে শান্তির জন্য আলোচনা শুরু করতেই পারেন তিনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এটা চান না।
মুম্বই হামলায় হাত ছিল না হাফিজের, দাবি মুশারফের
ABP Ananda, web desk
Updated at:
24 Apr 2017 08:14 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -