নয়াদিল্লি: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান তথা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ এখন আইএসআইএস-এর নাশকতার কাজও তদারক করছে। আফগানিস্তানে আইএস জেহাদীদের হামলার দেখভাল করছে জামাত-উদ-দাওয়া প্রধান। মার্কিন রেডিও ভয়েস অফ আমেরিকাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা। সম্প্রতি আফগানিস্তান, পাকিস্তান ও ন্যাটো আধিকারিকদের মধ্যে ত্রিপাক্ষিক শীর্ষ স্তরের সামরিক বৈঠকে হাফিজ সম্পর্কে এই তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক।
চলতি মাসের গোড়াতেই রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী হওয়া সত্ত্বেও পাকিস্তানে হাফিজের অবাধ গতিবিধি নিয়ে গভীর উদ্বেগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের আল কায়দা নিষেধাজ্ঞা তালিকায় হাফিজের নাম রয়েছে।
উল্লেখ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে যে অশান্তি ছড়িয়েছে তাতে হাফিজ ও সৈয়দ সালাউদ্দিনের উস্কানি রয়েছে বলে জানিয়েছে ভারত। ২০০৮-এর মুম্বই হামলা মামলার মূল চক্রী হাফিজকে দীর্ঘদিন ধরেই হাতে পেতে চাইছে ভারত। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।
গত বুধবারই আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি হাফিজের মতো উন্মাদদের মতো সাহায্য করা হলে তার পরিণতি পাকিস্তানের পক্ষে ভয়াবহ হবে বলে ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছেন।
‘আফগানিস্তানে আইএস হামলার তদারক করছে হাফিজ সইদ’
ABP Ananda, web desk
Updated at:
29 Jul 2016 03:05 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -