উল্লেখ্য, এই প্রথম পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠন সরাসরি দাউদের নাম উল্লেখ করল। একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে তালহা জনতার কাছে জানতে চায়, তারা কি বিচারপতি, পুলিশ বা ডাক্তার হতে চায়। জনতার উত্তর ভেসে আসে, ‘না’। তখন তালহা জানতে চায়, তারা কি দাউদ হতে চায়। উত্তরে জনতা ‘হ্যাঁ’ বলে। এরপর তালহা জানতে চায়, তারা কি বুরহান ওয়ানি হতে চায়। তখনও ‘হ্যাঁ’ উত্তরই শোনা যায়।
ভারত বহুদিন ধরেই দাউদকে পেতে চাইছে। সে পাকিস্তানেই গা-ঢাকা দিয়ে আছে বলে ভারত বহুবারই জানিয়েছে। এবার পাকিস্তানের জঙ্গি সংগঠন সরাসরি দাউদের নাম ধরে ভারতের বিরুদ্ধে উস্কানি দিল। ডি কোম্পানি ও জামাত-উদ-দাওয়া পরস্পরের সঙ্গে যোগ রেখে কার্যকলাপ চালায় কিনা, তা এখন খতিয়ে দেখছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি।