নয়াদিল্লি: এবার জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদের গলায় মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মুল চক্রী তথা আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম। গত ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে 'কাশ্মীর দিবসে' তোলা একটি ভিডিওতে ২০০৮-র মুম্বই হামলার মূল পান্ডা হাফিজের ছেলের তালহাকে ভারতের বিরুদ্ধে জেহাদে উস্কানি দিতে গিয়ে দাউদের নাম উল্লেখ করতে দেখা দিয়েছে।
উল্লেখ্য, এই প্রথম পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠন সরাসরি দাউদের নাম উল্লেখ করল। একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে তালহা জনতার কাছে জানতে চায়, তারা কি বিচারপতি, পুলিশ বা ডাক্তার হতে চায়। জনতার উত্তর ভেসে আসে, ‘না’। তখন তালহা জানতে চায়, তারা কি দাউদ হতে চায়। উত্তরে জনতা ‘হ্যাঁ’ বলে। এরপর তালহা জানতে চায়, তারা কি বুরহান ওয়ানি হতে চায়। তখনও ‘হ্যাঁ’ উত্তরই শোনা যায়।
ভারত বহুদিন ধরেই দাউদকে পেতে চাইছে। সে পাকিস্তানেই গা-ঢাকা দিয়ে আছে বলে ভারত বহুবারই জানিয়েছে। এবার পাকিস্তানের জঙ্গি সংগঠন সরাসরি দাউদের নাম ধরে ভারতের বিরুদ্ধে উস্কানি দিল। ডি কোম্পানি ও জামাত-উদ-দাওয়া পরস্পরের সঙ্গে যোগ রেখে কার্যকলাপ চালায় কিনা, তা এখন খতিয়ে দেখছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি।
দাউদের নাম নিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি হাফিজের ছেলের
ABP Ananda, web desk
Updated at:
03 Mar 2017 10:15 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -