নিউইয়র্ক: বিদ্বেষমূলক হামলায় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার মর্মান্তিক মৃত্যুর পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রে নিশানায় ভারতীয়রা।


খবরে প্রকাশ, সম্প্রতি একটি মার্কিন ওয়েবসাইটে ভারতীয়দের ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে—এরাই আমাদের চাকরি ছিনিয়ে নিয়েছে।


জানা গিয়েছে, ওহায়ো প্রদেশের কলাম্বাসে শহরের একটি পার্কে কিছু ভারতীয় পরিবার বসেছিলেন। সেই সময় স্টিভ পুশোর নামে ৬৬ বছরের ভার্জিনিয়ার এক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ পার্কে বসা ভারতীয়দের ভিডিও তুলে ওয়েবসাইটে পোস্ট করেন।


গত ৬ মার্চ পোস্ট করা ওই ভিডিওটি ‘সেভ আমেরিকারন জবস ডট কম’ নামে একটি ওয়েবসাইটে তোলেন স্টিভ। সেথানে স্টিভ লেখেন, কলাম্বাস ওহায়োতে স্বাগত। চলুন দেখা যাক একটা ভারতীয় উদ্যানকে।

স্টিভ আরও লেখেন, কীভাবে বহু ধনী ভারতীয় পরিবার সেখানে বসবাস করতে শুরু করেছে। যার ফলে, মার্কিনিদের চলে যেতে হয়েছে। তাঁর আরও অভিযোগ, কীভাবে মার্কিনদের হাত থেকে চাকরি চলে যাচ্ছে। তাঁর দাবি, ভারতীয় ভিড় মিডওয়েস্ট-কে ‘ধ্বংস’ করে চলছে।


ভিডিওটি দেখে ফেলেছে প্রায় ৫০ হাজার মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওটি আলোচ্য বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।


তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। তবে তার আগেই বেশ কয়েকজনের কাছে তা আগেই ‘আর্কাইভ’ হয়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন ওহায়োর ভারতীয়রা।


দেখুন সেই ভিডিও


[embed]