অস্ট্রিয়ায় গ্রেফতার ‘নয়া হিটলার’
ABP Ananda, web desk | 14 Feb 2017 04:50 PM (IST)
ভিয়েনা: জার্মানির কুখ্যাত একনায়ক অ্যাডলফ হিটলারের জন্ম অস্ট্রিয়ায়। সেই হিটলারেরই যেন ফের আবির্ভাব ঘটল অস্ট্রিয়ায়। হিটলারের জন্মভিটেয় তোলা তাঁরই মতো দেখতে এক যুবকের ছবি প্রকাশ্যে আসার পর সক্রিয় হল অস্ট্রিয়ার পুলিশ। ২৫ বছরের ওই যুবক নিজেকে ‘হ্যারল্ড হিটলার’ পরিচয় দিয়ে ছবি প্রকাশ করেছে। নাত্সি মতবাদ প্রচারের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়কের সঙ্গে সমস্ত সম্পর্ক মুছে ফেলছে অস্ট্রিয়া। এরইমধ্যে হিটলারের জন্মভিটে সম্পর্কে একটি মামলা চলছে।