হাউস্টন: ডোনাল্ড ট্রাম্পের জমানায় এবার হেনস্থার শিকার আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র ভারতীয় বংশোদ্ভূত মুসলিম বিজ্ঞানী। আমেরিকার শুল্ক আধিকারিকরা ওই বিজ্ঞানীকে তাঁর ফোন আনলক করতে বাধ্য করেন।সিদ বিক্কান্নাভার নামে ৩৫ বছরের ওই বিজ্ঞানী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, হাউস্টনের জর্জ বুশ আন্তর্মহাদেশীয় বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়ার আগে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা আধিকারিকরা তাঁর সেল ফোন ও পাসওয়ার্ড চান।

সিদ জানিয়েছেন, গত সপ্তাহান্তে আমেরিকার বাড়িতে ফেরার পথে তাঁকে নিষেধাজ্ঞার জেরে আটকে পড়া ভিনদেশী নাগরিকদের সঙ্গেই আটক করা হয়। নিরাপত্তা আধিকারিকরা তাঁকে ফোন আনলক করতে বলে। কিন্তু নাসা-র দেওয়া ওই ফোনের অ্যাকসেস সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে আনলক করতে অস্বীকার করেন তিনি। কিন্তু নিরাপত্তা আধিকারিকরা তা শোনেননি। তাঁর ডেটা কপি করা পর্যন্ত তাঁকে আটকে রাখা হয় বলে জানিয়েছেন সিদ।

সিদ জানিয়েছেন, তাঁর জন্ম পাসাডেনায়। তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। বৈধ মার্কিন পাসপোর্টও তাঁর সঙ্গে ছিল।