নয়াদিল্লি: নিলামে উঠছে নাৎসি সর্বাধিনায়ক অ্যাডলফ হিটলারের ফোন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির পতনের সময় রুশ সেনা যখন বার্লিন দখল করে, তখন হিটলারের বাঙ্কারে ঢুকে ওই ফোনটি পায় তারা।

লাল রঙের ফোনটি তখন তুলে দেওয়া হয় ব্রিগেডিয়ার রালফ রায়নারের হাতে। তাঁর ছেলে এবার সেটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আমেরিকার ভার্জিনিয়ার চেসাপিয়েক সিটির আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশনসে হবে ওই নিলাম।

ফোনের ওপরে নাৎসি পার্টির প্রতীক, পিছনে খোদাই করা হিটলারের নাম।

মনে করা হচ্ছে, ফোনটি দাম পাবে অন্তত ২ লাখ থেকে ৩ লাখ মার্কিন ডলার। নিলাম শুরুই হচ্ছে ১ লাখ মার্কিন ডলার থেকে।

নিলামঘর এই ফোনটিকে বলছে উইপন অফ মাস ডেসট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র। কারণ এই ফোন থেকে হিটলার অসংখ্য প্রাণহানির নির্দেশ দিয়েছিলেন।