নয়াদিল্লি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টেলিপ্রিন্টার ব্যবহার করেছিলেন স্বয়ং অ্যাডলফ হিটলার। এই মেশিনের মাধ্যমে জেনারেলদের সঙ্গে গোপন কোডে আলোচনা চালাতেন তিনি। বহু ইতিহাসের সাক্ষী সেই টেলিপ্রিন্টার অবহেলায় পড়ে ছিল কেনাবেচার সাইট ইবে ডট কমে। দর ওঠে মাত্র সাড়ে নয় পাউন্ড।
ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম অফ কম্পিউটিংয়ের স্বেচ্ছাসেবকরা ইবে ঘেঁটে সন্ধান পান এই টেলিপ্রিন্টারের। ইবে-র বিজ্ঞাপনে এটিকে বলা হয়, টেলিগ্রাম মেশিন, দাম চাওয়া হয় সাড়ে নয় পাউন্ড। এসেক্সের একটি গ্যারাজে এতদিন মেঝের ওপর ধুলোয় পড়ে ছিল এই টেলিপ্রিন্টার। টাইপরাইটারের মত দেখতে এই যন্ত্রটিতে জার্মান ভাষায় মেসেজ টাইপ করা হত। তারপর ওই মেসেজ পরিবর্তিত হত গোপন কোড ল্যাঙ্গুয়েজে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টপ সিক্রেট তথ্য আদান প্রদান করতেন হিটলার ও তাঁর জেনারেলরা।
মেশিনটির গায়ে জার্মান সেনার অফিসিয়াল ওয়ারটাইম নাম্বার খোদাই করা রয়েছে। স্বেচ্ছাসেবকরা চেষ্টা করছেন, ওই মেশিনে জার্মানে লেখালেখি করে যুদ্ধের সময় তৈরি গোপন কোড ভেদ করতে।
ইবে-তে বিক্রি হল হিটলারের গোপন কোড মেশিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2016 05:10 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -