এরপরও হংকং লোকজন পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে পিছু হঠছেন না। চিনকে অস্বস্তিতে ফেলতে অভিনব উপায়ও তাঁরা বের করেছেন। ফটোগ্রাফার তথা সাংবাদিক লরেল কোরের ক্যামেরায় ধরা পড়েছে এমনই কিছু ছবি, যা অনেকেরই, বিশেষ করে ভারতীয়দের নজর কেড়েছে। গালওয়ান উপত্যকায় সংঘাত ঘিরে ভারত ও চিনের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে, এ কথা কারুর অজানা নয়। এরইমধ্যে লরেল হংকংয়ের এক বিক্ষোভকারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে ওই ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে দেখা গিয়েছে। লরেল এর তাৎপর্য তাঁর ট্যুইটে ব্যাখ্যা করেছেন। 'ভারতের জাতীয় পতাকা নিয়েছেন কেন? প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলছেন, কারণ, ভারত চিনের বিরুদ্ধে লড়াই করছে। তাই ভারত আমার বন্ধু'।
পোস্টে লেখা হয়েছে, তিনি মাথার ওপর ভারতের জাতীয় পতাকা ধরে রেখেছেন। মুখে স্লোগান- ভারতের পাশে রয়েছি। আর উপস্থিত জনতা তাঁকে করতালি দিয়ে প্রশংসা করেন।
বহু ভারতীয় ও হংকংয়ের নাগরিক ইন্টারনেটে ওই ছবিগুলি রিশেয়ার করেছেন এবং এ ব্যাপারে তাঁদের চিন্তাভাবনা জানিয়েছেন।
হংকং সরকার-বিরোধী প্রতিবাদে কিছুটা ভাটার টান করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে। তবে এর সবচেয়ে বড় কারণ, গত ৩০ জন প্রয়োগ করা জাতীয় নিরাপত্তা আইন।