ওয়াশিংটন: সিরিয়ায় একযোগে হামলা চালাল আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্রসম্ভার ধ্বংস করাই লক্ষ্য বলে দাবি করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতদিন না সিরিয়া ‘রাসায়নিক অস্ত্র ব্যবহার’ বন্ধ করছে, ততদিন হামলা চলবে।
হোয়াইট হাউস থেকে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ট্রাম্প নিজেই জানিয়েছেন, আসাদের ‘রাসায়নিক অস্ত্র ভাণ্ডারে’ মার্কিন সেনাকে হামলার নির্দেশ দিয়েছেন তিনি। কারণ ‘দেশবাসীর ওপর রাসায়নিক অস্ত্র হামলা কোনও মানুষ করতে পারে না, কেবল রাক্ষস পারে’। এ সপ্তাহে বিষ গ্যাস প্রয়োগে সিরিয়ায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
ট্রাম্প যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন অন্তত ৬টি জোরালো বিস্ফোরণ শোনা গিয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাসে। দূর থেকে দেখা গিয়েছে ধোঁয়া। জানা গিয়েছে, হামলা চলেছে দামাস্কাসের বারজা জেলায়, এখানেই দেশের সবথেকে বড় বৈজ্ঞানিক গবেষণাগার রয়েছে। সিরিয়া দাবি করেছে, জবাব দিচ্ছে তারাও, তাদের আকাশে মার্কিন, ব্রিটিশ ও ফরাসি বিমান যাতে না ঢুকতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওদিকে সিরিয়া সরকারের দীর্ঘদিনের সহযোগী রাশিয়া জানিয়ে দিয়েছে, হামলাকারীদের এর ফল ভোগ করতে হবে। আমেরিকার রুশ রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, এরপর যা যা ঘটবে, তার সব দায় বর্তাবে ওয়াশিংটন, লন্ডন ও প্যারিসের। রুশ প্রেসিডেন্টের এই অপমান কোনও মতেই মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
আসন্ন বিশ্বযুদ্ধ? সিরিয়ায় একসঙ্গে হামলা চালাল আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ফল ভাল হবে না, হুমকি ক্ষুব্ধ রাশিয়ার
ABP Ananda, Web Desk
Updated at:
14 Apr 2018 09:01 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -