নববর্ষে ইলিশে 'না', শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত খাবেন, জানালেন হাসিনা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2018 01:54 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: নতুন বছরে নিজেও খাবেন না, দেশবাসীকেও ইলিশ না খাওয়ার আবেদন করলেন শেখ হাসিনা। ইলিশ বাঁচাতে এই উদ্যোগ বাংলাদেশের প্রধানমন্ত্রীর। ১ বৈশাখ তিনি তৃপ্তি করে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে শুটকি ভর্তা খাবেন বলে জানিয়েছেন হাসিনা।
রবিবারই নতুন বছর ১৪২৫-কে স্বাগত জানাবেন বাঙালিরা।
বাংলাদেশের রংপুরের বিভিন্ন জনগোষ্ঠীর গ্রামীণ মহিলারা দিনকয়েক আগে পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে হাসিনাকে আগাম আমন্ত্রণ করেন, তাঁকে পান্তাভাত, ইলিশ খাওয়াবেন বলে জানান।
হাসিনা ঢাকায় নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিওকনফারেন্সে আমন্ত্রণের প্রত্যুত্তরে বলেন, আমি পান্তা ভাত খাব পয়লা বৈশাখে। তবে ইলিশ নয়, শুটকি ভর্তা দিয়ে।
এবারই প্রথম নয়, গত ২ বছর ধরেই ইলিশের প্রজনন বা ডিম পাড়ার সময় হাসিনা চিরাচরিত রীতি ভেঙে পয়লা বৈশাখে ইলিশ খাওয়া এড়াতে বলছেন বাঙালিদের। গত বছর তিনি ১ বৈশাখে ইলিশের সংখ্যাবৃদ্ধির জন্য তা না খেতে বলেছিলেন। বলেছিলেন, ইলিশ খাবেন না, বেআইনি ভাবে ইলিশ ধরাও সমর্থন করবেন না।
প্রসঙ্গত, প্রতি বছরই ১ মার্চ থেকে দু মাস বাংলাদেশে সরকারি ভাবে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে বাংলাদেশে। ইলিশের বংশবৃদ্ধি সুনিশ্চিত করতে পাঁচটি বড় নদীতে ৩৪০ কিমি এলাকাজুড়ে ইলিশ ধরতে বারণ করা হয় মৎস্যজীবীদের।
চলতি বছরের জানুয়ারিতে ইলিশ রপ্তানির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ। ২০১২ থেকে তারা ইলিশ রক্ষায় জোরদার অভিযানে নামে। সেদেশের মৎস্যমন্ত্রী বলেছিলেন, প্রচুর ইলিশ বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে চলে যাচ্ছে, ফলে তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে।
নয়াদিল্লি: নতুন বছরে নিজেও খাবেন না, দেশবাসীকেও ইলিশ না খাওয়ার আবেদন করলেন শেখ হাসিনা। ইলিশ বাঁচাতে এই উদ্যোগ বাংলাদেশের প্রধানমন্ত্রীর। ১ বৈশাখ তিনি তৃপ্তি করে পান্তা ভাতের সঙ্গে ইলিশের পরিবর্তে শুটকি ভর্তা খাবেন বলে জানিয়েছেন হাসিনা।
রবিবারই নতুন বছর ১৪২৫-কে স্বাগত জানাবেন বাঙালিরা।
বাংলাদেশের রংপুরের বিভিন্ন জনগোষ্ঠীর গ্রামীণ মহিলারা দিনকয়েক আগে পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে হাসিনাকে আগাম আমন্ত্রণ করেন, তাঁকে পান্তাভাত, ইলিশ খাওয়াবেন বলে জানান।
হাসিনা ঢাকায় নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিওকনফারেন্সে আমন্ত্রণের প্রত্যুত্তরে বলেন, আমি পান্তা ভাত খাব পয়লা বৈশাখে। তবে ইলিশ নয়, শুটকি ভর্তা দিয়ে।
এবারই প্রথম নয়, গত ২ বছর ধরেই ইলিশের প্রজনন বা ডিম পাড়ার সময় হাসিনা চিরাচরিত রীতি ভেঙে পয়লা বৈশাখে ইলিশ খাওয়া এড়াতে বলছেন বাঙালিদের। গত বছর তিনি ১ বৈশাখে ইলিশের সংখ্যাবৃদ্ধির জন্য তা না খেতে বলেছিলেন। বলেছিলেন, ইলিশ খাবেন না, বেআইনি ভাবে ইলিশ ধরাও সমর্থন করবেন না।
প্রসঙ্গত, প্রতি বছরই ১ মার্চ থেকে দু মাস বাংলাদেশে সরকারি ভাবে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকে বাংলাদেশে। ইলিশের বংশবৃদ্ধি সুনিশ্চিত করতে পাঁচটি বড় নদীতে ৩৪০ কিমি এলাকাজুড়ে ইলিশ ধরতে বারণ করা হয় মৎস্যজীবীদের।
চলতি বছরের জানুয়ারিতে ইলিশ রপ্তানির ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ। ২০১২ থেকে তারা ইলিশ রক্ষায় জোরদার অভিযানে নামে। সেদেশের মৎস্যমন্ত্রী বলেছিলেন, প্রচুর ইলিশ বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে চলে যাচ্ছে, ফলে তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -