হামলা মোকাবিলায় করাচিতে খাবারে বিষ মিশিয়ে হত্যা কয়েকশ রাস্তার কুকুরকে
web desk, ABP Ananda | 06 Aug 2016 11:29 AM (IST)
করাচি: ২ কোটি মানুষের শহরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ করাচি প্রশাসন যে পদক্ষেপ করছে, তা শুনলে বোধহয় আপনি চমকে যাবেন। প্রতি বছর পাকিস্তানের এই বন্দর শহরে কয়েক হাজার পথচলতি মানুষ রাস্তার কুকুরের কামড় খান। দিনদিন বাড়ছে বেওচারিশ কুকুরের সংখ্যা। তাই খাবারে বিষ মিশিয়ে সারমেয় কূলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা কার্যকরও হচ্ছে। গত কয়েকদিনে করাচির দক্ষিণের দুই মহল্লায় অন্তত ৭০০ কুকুর মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার মুখপাত্র। ওই এলাকায় রাস্তায় রাস্তায় স্তূপীকৃত করে ফেলে রাখা হয়েছে কুকুরের দেহ। করাচির মোট ৬টি তল্লাটে কত কুকুর মারা হয়েছে, সেই হিসাব করা হয়নি এখনও। মুরগির মাংসে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে কুকুরকে খাওয়ানোর বিরুদ্ধে সরব পশুপ্রেমীরা। কিন্তু পুর প্রশাসনের কর্তাদের বক্তব্য, শহরের বাসিন্দাদের সামনে ভয়াবহ বিপদ সারমেয় বাহিনীকে সামলাতে এর প্রয়োজন আছে। গত বছর করাচির জিন্নাহ হাসপাতালেই কুকুরে কামড়ানো সাড়ে ৬ হাজার লোকের চিকিত্সা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৩৭০০ লোক কুকুরের কামড় খেয়ে চিকিত্সা করাতে ছুটেছেন সেখানে।