মুম্বই: কেন ওয়াঘার ওপারের শিল্পীরা উরি সন্তাসের নিন্দা করছেন না, এই প্রশ্ন উঠছে এ দেশের নানা মহল থেকে। উরি হামলার জেরে বলিউডে পাকিস্তানি কলাকুশলীদের নিষিদ্ধ করার তোড়জোড়ের নিন্দা যেমন হয়েছে, তাঁদের ভারত ছেড়ে চলে যেতে হবে বলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ঘাড়ধাক্কা দেওয়ার হুমকির প্রতিবাদে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মুখ খুলেছেন, তেমনই কেন পাক শিল্পীরা উরিতে ভারতীয় জওয়ানদের নির্মম হত্যাকাণ্ড দেখেও নিশ্চুপ, সেই প্রশ্নও উঠছে।


এই প্রেক্ষাপটে পাকিস্তান থেকে প্রথম উরির ঘটনার নিন্দা করলেন শাফাকত আমানত আলি, উরির হামলার পর বেঙ্গালুরুতে যাঁর কনসার্ট বাতিল হয়েছে গত মাসে। একটি সংবাদ চ্যানেলকে তিনি বলেছেন, আমি তীব্র নিন্দা করছি উরির। এটা সন্ত্রাসবাদী হামলা।

কিন্তু কেন অন্য পাক শিল্পীরা এখনও ওই নাশকতার নিন্দা করেননি? তিনি বলেন, আমার যতখানি জানা, পাক অভিনেতারা বিশ্বের যে কোনও প্রান্তে, যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে থাকেন, কেননা আমরা এতদিন ধরে এর ফল ভুগছি। সেনা জওয়ান, সাধারণ মানুষ মরলে কেমন লাগে, সেটা জানি আমরা। সুতরাং আমার মনে হয় না, ওঁদের কেউ বলবেন, উরির হামলা ঠিক কাজ।

পাকিস্তানি শিল্পীদের মুখে উরির  নিন্দা না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন শাফাকত। তাঁর বক্তব্য, উরি হামলার পরপরই পাক শিল্পীদের টার্গেট করে তাঁদের এমন ভাবে আক্রমণ শুরু হল যে, তাঁরা কোণঠাসা বোধ করে চুপ করে গেলেন। একজন তো ফাওয়াদকে খোলা চিঠিই লিখে বসলেন! ফলে মনে হতেই পারে, কী এমন হয়ে গেল যে, আমায় খোলা চিঠি! আলি জাফর, ফাওয়াদ, রাহাত ফতে আলি খান বা আমি, আমরা পৃথিবীর যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা করব।