লাহোর: জম্মু ও কাশ্মীর থেকে অন্তত দশ পড়ুয়াকে নিখরচায় পড়াশোনা, থাকাখাওয়ার সুযোগ দেবে পাকিস্তানের পঞ্জাব বিশ্ববিদ্যালয়। এক সেমিনারে এই ঘোষণা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুজাহিদ কামরান। এর আগে তাঁদের ওখানে গিলগিট-বালটিস্তানের ১৫ জন পড়ুয়াকে এই সুবিধা দিয়েছিল বলে জানান তিনি।
কামরান বলেন, ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ভাবে কাশ্মীরের ১০ জন ছাত্রকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওদের পড়াশোনা, থাকা-খাওয়ার সব খরচ আমাদের। পরের বছর থেকে কাশ্মীরী ছাত্রদের কোটা বাড়বে বলে জানান তিনি। সেইসঙ্গে তাঁরা কাশ্মীর সমস্যার ওপর পূর্ণাঙ্গ গবেষণা করবেন, তারজন্য বিশেষ তহবিল বরাদ্দ হবে বলেও জানান কামরান।
১০ কাশ্মীরী পড়ুয়াকে নিখরচায় পড়ার সুযোগ দেবে পাকিস্তানের পঞ্জাব বিশ্ববিদ্যালয়
web desk, ABP Ananda
Updated at:
06 Oct 2016 03:38 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -