লাহোর: জম্মু ও কাশ্মীর থেকে অন্তত দশ পড়ুয়াকে নিখরচায় পড়াশোনা, থাকাখাওয়ার সুযোগ দেবে পাকিস্তানের পঞ্জাব বিশ্ববিদ্যালয়। এক সেমিনারে এই ঘোষণা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুজাহিদ কামরান। এর আগে তাঁদের ওখানে গিলগিট-বালটিস্তানের ১৫ জন পড়ুয়াকে এই সুবিধা দিয়েছিল বলে জানান তিনি।


কামরান বলেন, ২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ভাবে কাশ্মীরের ১০ জন ছাত্রকে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওদের পড়াশোনা, থাকা-খাওয়ার সব খরচ আমাদের। পরের বছর থেকে কাশ্মীরী ছাত্রদের কোটা বাড়বে বলে জানান তিনি। সেইসঙ্গে তাঁরা কাশ্মীর সমস্যার ওপর পূর্ণাঙ্গ গবেষণা করবেন, তারজন্য বিশেষ তহবিল বরাদ্দ হবে বলেও জানান কামরান।