ওয়াশিংটন :  আফগানিস্তান ২০ বছর পর ফের তালিবানদের কব্জায় যাওয়ার পরই আফগান মেয়েদের এবং মহিলাদের সুরক্ষার কথা ভেবে আতঙ্কিত নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সম্প্রতি নিউইয়র্ক টাইমসে নিজের কলামে মালালা এই সন্ত্রস্ত হওয়ার কারণ জানিয়েছেন মালালা। তিনি সেখানে লিখেছেন, 'গত দু'দশকে কয়েক লক্ষ আফগান মেয়েরা পড়াশোনা করার সুযোগ পেয়েছিল। কিন্তু এখন তাদের জন্য যে ভবিষ্যৎ অপেক্ষা করছে, এমনটা তারা আশা করেনি। আফগানিস্তানে কেন এতদিন ধরে যুদ্ধ চলছে, এই বিষয়ে আলোচনা আমরা পরেও করতে পারব। কিন্তু এই বিপজ্জনক সময়ে আমাদের সবার আগে আফগান মেয়েদের এবং মহিলাদের কথা শোনা দরকার। ওরা নিজেদের সুরক্ষা চাইছে। ওরা শিক্ষা চায়। ওরা স্বাধীনতা চায়। ওরা তেমনই ভবিষ্যতের প্রতিশ্রুতি পেয়েছিল। আমরা এখান থেকে ওদের পিছনে ফেলে দিতে পারি না। আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই।'


মালালা ইউসুফজাই আরও লিখেছেন, 'সম্প্রতি অবশ্য তালিবানরা প্রচার করছে যে তারা মহিলাদের অধিকারকে সম্মান করেন। অনেকেই মনে করছে তালিবানরা যেমনটা বলছে তেমনটা সত্যি। কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আফগান মেয়েদের আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। কারণ, ইতিমধ্যেই অনেক মহিলাকে তাদের কাজের জায়গা থেকে অপসারিত করা হয়েছে। অনেক মেয়েদেরই তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।'


প্রসঙ্গত, শান্তির জন্য নোবেলজয়ী মালালার এই কথাগুলো তো আর দশজন সাধারণ মানুষের মতো নয়। তিনি তো হাড়ে হাড়ে টের পেয়েছেন তালিবান জমানা কেমন হতে পারে। মালালার যখন পনেরো বছর বয়স, তখন তাঁকে স্কুলে যেতে না দেওয়ার জন্য তালিবান জঙ্গিরা মাথায় গুলি করেছিল। সেখান থেকে ফিরে এসেই মালালা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আজ। ১৫ অগাস্ট আফগানিস্তানের দখল তালিবানরা নিয়ে নেওয়ার পর থেকে যেন অতীতে ফিরে গিয়ে ভয় গ্রাস করছে মালালাকে। আতঙ্কিত দেশের বোনেদেরে জন্য। সেই যুদ্ধে জেতারই প্রমাণিত উপাদান দিচ্ছেন তিনি।