ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে শিশু অভিবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়া মেলানিয়া ট্রাম্পের জ্যাকেট নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। মার্কিন ফার্স্ট লেডি সেনা জওয়ানদের মতো একটি খাকি জ্যাকেট পরেছিলেন। তাতে লেখা ছিল, ‘আমি পরোয়া করি না। আপনি?’ এই লেখাটি নিয়েই শুরু হয়েছে শোরগোল। ইন্টারনেটে আলোচনা চলছে, পোশাকের মাধ্যমে কি কোনও বার্তা দিতে চেয়েছেন মেলানিয়া? যদি সেটা হয়, তাহলে তিনি কার উদ্দেশে এই বার্তা দিলেন?



মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র মুখপাত্র স্টেফানি গ্রিসহ্যাম অবশ্য ট্যুইট করে বলেছেন, ‘কোনও লুকনো বার্তা দেওয়া হয়নি। এটা একটা জ্যাকেট। আজ টেক্সাসে এই গুরুত্বপূর্ণ সফরের পর আশা করি সংবাদমাধ্যম তাঁর (মেলানিয়া) পোশাকের দিকে নজর দেবে না।’



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্যুইট করে দাবি করেছেন, সংবাদমাধ্যম যেভাবে ভুয়ো খবর প্রচার করে, তার বিরুদ্ধেই বার্তা দিয়েছেন মেলানিয়া। তিনি বুঝে গিয়েছেন, সংবাদমাধ্যম কতটা অসৎ। তাই তিনি আর পরোয়া করেন না।