নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট পর্দার অভিনেত্রী, লেখিকা এবং মডেল পদ্মালক্ষী সম্প্রতি খোলসা করেছেন যে ছোটবেলায় তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। কয়েক দশক ধরে ধামাচাপা পড়ে থাকা মার্কিন সুপ্রিম কোর্টের জন্য মনোনীত ব্রেট কাভানোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি একটি স্থানীয় পত্রিকায় সম্পাদকীয়তে কলাম লেখেন পদ্মালক্ষী। সেখানে তিনি জানান, যখন তাঁর ওপর প্রথম যৌন অত্যাচার চালানো হয়, তখন তাঁর বয়স ৭ বছর ছিল। এরপর ১৬ বছর বয়সে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন।
ধর্ষণের ঘটনার কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, সেই সময় বছর তেইশের এক সুদর্শন ও আকর্ষণীয় যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। তাঁর বয়স ছিল ১৬। লস অ্যাঞ্জেলসের একটি শপিং মলে প্রায়ই তাঁদের দেখা হতো। সেখানে ওই যুবক তাঁর সঙ্গে ফ্লার্ট করত। পদ্মালক্ষীর অভিযোগ, সম্পর্কের কয়েকমাসের মধ্যে একদিন তিনি যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, সেই সময় ওই যুবক তাঁর ওপর যৌন নির্যাতন চালায়।
তিনি জানান, প্রায় তিন দশক আগে কোনও এক প্রাক-নববর্ষের রাতে তিনি ওই যুবকের সঙ্গে বেরিয়েছিলেন। রাত গভীর হয়ে যাওয়ায় তিনি ওই যুবকের অ্যাপার্টমেন্টেই থেকে গিয়েছিলেন।
পদ্মালক্ষীর দাবি, তিনি ঘুমোচ্ছিলেন। আচমকা, প্রচণ্ড যন্ত্রণায় তাঁর ঘুম ভেঙে যায়। অভিনেত্রীর দাবি, সেই সময় পর্যন্ত তিনি জানতেন না, ধর্ষণ বিষয়টি কী।
পদ্মালক্ষী যোগ করেন, এর আগে ৭ বছর বয়সে এক আত্মীয় তাঁর শ্লীলতাহানি করে। ঘটনার কথা মা ও সৎ বাবাকে বলায়, তাঁরা তাঁকে এক বছরের জন্য ভারতে পাঠিয়ে দিয়েছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭ বছর বয়সে শ্লীলতাহানি, ১৬-তে ধর্ষণের শিকার হয়েছিলেন, দাবি মার্কিন অভিনেত্রী পদ্মালক্ষীর
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2018 10:20 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -