ওয়াশিংটন: কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের মতপার্থক্যের উপর নজর রাখছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। এমনই জানালেন এই সংস্থার আধিকারিক জেরি রাইস। তিনি রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতার পক্ষেও সওয়াল করেছেন।


সম্প্রতি আর্থিক নীতি নির্ধারকদের স্বায়ত্তশাসন নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের মতবিরোধ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছেন, ২০০৮ থেকে ২০১৪-র মধ্যে মাত্রাছাড়া ঋণ দেওয়া ঠেকানোর জন্য কোনও ব্যবস্থাই নিতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে ব্যাঙ্কগুলির উপর অনাদায়ী ঋণের বোঝা বেড়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে এক প্রশ্নের জবাবে আইএমএফ আধিকারিক বলেছেন, ‘আমরা এই বিষয়টির উপর নজর রাখছি। ভবিষ্যতেও আমাদের নজর থাকবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক ও আর্থিক বিষয়ক আধিকারিকদের উপর সরকার বা অন্য কোনও সংগঠনের হস্তক্ষেপ হওয়া উচিত নয়। এটাই আন্তর্জাতিক নীতি।’