দুবাই: দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করতে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্মানিক ‘জায়েদ পদক’-এ ভূষিত করল সংযুক্ত আরব আমিরশাহি। মোদিকে এই সম্মান প্রদান করেন আমিরশাহির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান। ‘জায়েদ পদক’ হল আরব আমিরশাহির সর্বোচ্চ সম্মান যা রাজা, রাষ্ট্রপতি ও রাষ্ট্রনেতাদের দেওয়া হয়ে থাকে।





আবু ধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ টুইটারে লেখেন, ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও সুসংহত কৌশলগত সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আমার পরম বন্ধু নরেন্দ্র মোদি। তাঁর সমর্থনের জন্যই এই দুই দেশের সম্পর্কে এত উন্নতি হয়েছে। মোদির এই চেষ্টাকে স্বীকৃতি দিতে তাঁকে ‘জায়েদ পদক’-এ ভূষিত করেছেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট।