লস অ্যাঞ্জেলস: ১৯৬২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনের পার্টিতে স্কিন-টাইট যে পোশাক মেরিলিন মনরো পরেছিলেন, বৃহস্পতিবার নিলামে তাঁর দাম উঠল ৪.৮ মিলিয়ন ডলার।
মেরিলিনের সেই পোশাক এতটাই আঁটোসাঁটো ছিল এবং অভিনেত্রী গায়ের রঙের সঙ্গে মেলানো ছিল যে, সেটা দেখে সেই পার্টিতে মনে হয়েছিল তিনি নগ্ন হয়ে রয়েছেন। সেই অনুষ্ঠানে মেরিলিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে উদ্দেশ্যে করে জন্মদিনে গান গেয়েছিলেন। মার্কিন ইতিহাসের অন্যতম জনপ্রিয় বার্থ ডে সঙ হিসেবে থেকে গেছে সেই গান।
বিংশ শতকের জনপ্রিয় সেক্স সিম্বল ১৯৬২ সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারের অনুষ্ঠানে এই পোশাক পরেছিলেন। এই অনুষ্ঠানের তিন মাস পর ‘সাম লাইক ইট হট’ বা ‘জেন্টলম্যান প্রেফার ব্লন্ডে’ ছবির নায়িকা অতিরিক্ত ড্রাগ সেবনের জন্যে মারা যান। বেঁচে থাকলে এবছর ৯০ বছরে পড়তেন মেরিলিন মনরো।
কেনেডির জন্মদিনে পরা মেরিলিন মনরোর পোশাক বিক্রি হল ৪.৮ মিলিয়ন ডলারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2016 01:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -