বৃহত্তম দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, প্রধানমন্ত্রী হতে অন্যদের সমর্থন দরকার ইমরান খানের
Web Desk, ABP Ananda | 27 Jul 2018 07:59 PM (IST)
ইসলামাবাদ: পাকিস্তানে সাধারণ নির্বাচনে ১১৪টি আসন পেয়ে আসন পেয়ে একক বৃহত্তম দল হয়ে গিয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় সংখ্যা পায়নি ইমরানের দল। অন্তত ১৭২ জন সাংসদের সমর্থন দরকার। ফলে পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে প্রধানমন্ত্রী হতে গেলে অন্য দলগুলির সমর্থন নিতে হবে। সেই সমর্থন পেয়ে যেতে পারেন ইমরান। বিশেষজ্ঞরা বলছেন, মহিলাদের জন্য সংরক্ষিত ২৯টি আসন এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ৪-৫টি আসন পেলে পিটিআই-এর সাংসদ সংখ্যা বেড়ে হবে ১৬০। জোটসঙ্গী পিএমএল-কিউ পাঁচটি আসন পেয়েছে। তারা মহিলাদের জন্য সংরক্ষিত একটি আসনও পেতে পারে। আওয়ামি মুসলিম লিগের নেতা শেখ রশিদও পিটিআই-কে সমর্থন করার কথা জানিয়েছেন। উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির কয়েকজন বিজয়ী নির্দল প্রার্থী, এমকিউএম এবং বালোচিস্তানের কয়েকটি ছোট দলও ইমরানকে সমর্থন করার কথা জানিয়েছে। ফলে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন পিটিআই প্রধান। পিএমএল-এন, পিপিপি সহ পাকিস্তানের ৬টি প্রধান রাজনৈতিক দল অবশ্য সদ্যসমাপ্ত নির্বাচনে রিগিংয়ের অভিযোগে সরব। ইমরান অবশ্য বলেছেন, ‘কেউ যদি রিগিংয়ের অভিযোগ করে, তাহলে আমরা সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে তদন্তের নির্দেশ দেব।’