ইসলামাবাদ: গুলি খেয়ে ফিরে কোনও রকমে প্রাণে ফিরে বেঁচেছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সবে। তবে পাকিস্তানের (pakistan News) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের (Imran Khan Health Updates) আক্রমণের ঝাঁঝ আগের মতোই রয়েছে। মাস দুয়েক আগে থেকেই তাঁকে খুনের পরিকল্পনা চলছিল বলে জানিয়েছেন ইমরান।


ডান পা থেকে বার করা হয়েছে তিনটি গুলি, জানালেন ইমরান


পাকিস্তানের গুজরানওয়ালায় সরকার বিরোধী মিছিলের সময় হামলা হয় ইমরানকে লক্ষ্য করে। তার দুই পায়েই গুলি লাগে বলে জানা যায়। তার জন্য অস্ত্রোপচারও হয় তাঁর। এর পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ইমরান। আর সেখান থেকেই ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন।


লাহৌরের জমন মার্কের বাড়ি থেকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরান জানান, “তাঁর ডান পা থেকে তিনটি গুলি  বার করা হয়েছে। গুলির ছোট ছোট টুকরো এখনও বিঁধে রয়েছে বাঁ পায়ে। তা এখনও ওই ভাবেই রয়েছে।“


আরও পড়ুন: Demonetisation Anniversary: ছিল ১৭.৭, বেড়ে হল ৩০.৮৮ লক্ষ কোটি, নোটবন্দির ছ’বছরে রেকর্ড বৃদ্ধি নগদের


গোয়েন্দা মারফতই খুনের চক্রান্তের কথা জানতে পেরেছেন বলেও দাবি করেন ইমরান। তিনি বলেন, “সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলাম। গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সংযোগ রয়েছে আমার।” ইমরানের দাবি, দু’মাস আগে থেকেই তাঁকে খুন করার চক্রান্ত চলছিল। ইমরানের কথায়, “ক্ষমতা যখন চলে গেল, সেই সময়ই চক্রান্ত শুরু হয়। ওরা ভেবেছিল আমার দল ছত্রখান হয়ে যাবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। আমাদের সমর্থনে এগিয়ে আসেন।”


সরাসরি শেহবাজ শরিফ সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ইমরান। তাঁর কথায়, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই খুনের পরিকল্পনা করে। ধর্মান্ধ কারও কাজ বলে চালাতে চেয়েছিল। পরিকল্পনা করে খুনের চেষ্টা করা হয় আমাকে। আগেই বলেছিলাম, এমন কিছু ঘটতে পারে।”


শেহবাজ সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল ইমরানের


এর আগে, সোমবার প্রেসিডেন্ট আরিফ আলভিকে চিঠি লেখেন ইমরান। ক্ষমতার অপব্যবহার, আইন এবং সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানান। শেহবাজ সরকার যদিও ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছে। তার মধ্যেই আগের মতো মিছিল চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ইমরানের দল।