নয়াদিল্লি: আত্মজীবনী লেখা হচ্ছে প্রাক্তন পাক ক্রিকেটার এবং রাজনৈতিক দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের দ্বিতীয় ও প্রাক্তন স্ত্রী রেহাম খানের। রেহামের সেই আত্মজীবনী প্রকাশিত হওয়ার আগেই, তার বেশ কিছু বিতর্কিত অংশ অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। তারপর থেকেই বিতর্কের শুরু। এরপরই বই প্রকাশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রেহাম।


 

আত্মজীবনীর যে বিতর্কিত অংশ প্রকাশ্যে এসেছে, সেখানে রেহাম দাবি করেছেন তাঁর প্রাক্তন স্বামী সমকামী। পিটিআইয়ের দুই সদস্য মুরাদ সইদ এবং হামজা আলি আব্বাসির সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ইমরানের। এমনকি দলের অন্যান্য সদস্যের সঙ্গে ইমরানের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা আত্মজীবনীতে দাবি করেছেন রেহাম।

তবে তিনি শুধু ইমরানকেই নন, ওয়াসিম আক্রমের যৌন জীবন নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। ওয়াসিম তাঁর স্ত্রীকে এক আফ্রিকার যুবকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন। এবং সেটা দেখে নানা ধরনের সেক্সুয়াল ফ্যান্টাসির জাল নিজের মনের মধ্যে বুনতেন ওয়াসিম, দাবি রেহামের। তবে এই সমস্ত চাঞ্চল্যকর দাবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ইমরাম। এদিকে পিটিআইয়ের সদস্যদের তরফে রেহামকে আত্মজীবনীর ওই বিতর্কিত অংশ সরিয়ে নেওয়ার জন্যে চাপ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমাও আবার বলেছেন, বইতে তাঁর ছেলের সম্পর্কে যে কথা বলা হয়েছে, সেটা সরিয়ে না নেওয়া হলে, তিনি আইনের সাহায্য নেবেন।

এদিকে আত্মজীবনীতে নানা বিতর্কিত মন্তব্য করার জন্যে তাঁদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে, এই মর্মে রেহামকে আইনি নোটিস পাঠিয়েছেন, তাঁর প্রথম স্বামী ডক্টর ইজাজ রহমান, ক্রিকেটার ওয়াসিম আক্রম, ব্রিটেনের এক ব্যবসায়ী, সইদ জুলফিকার বুখারি, পিটিআইয়ের মিডিয়া কো-ওরডিনেটর অনিলা খাওয়াজা।