প্রধানমন্ত্রীর ‘বিলাসবহুল’ সরকারি আবাসে থাকবেন না, সেটি বদলে হবে শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা ইমরানের
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jul 2018 08:58 PM (IST)
NEXT
PREV
ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলা ইমরান খান জানিয়ে দিলেন, তিনি প্রধানমন্ত্রীর সরকারি আবাসে থাকবেন না, সেই ‘বিলাসবহুল’ ভবনকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জনসাধারণের ব্যবহারযোগ্য কোনও প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভবন নিয়ে কী হবে, সেটা আমাদের সরকারই ঠিক করবে। এরকম এক প্রাসাদোপম বাড়িতে থাকতে আমার লজ্জা করে। বাড়িটাকে শিক্ষা প্রতিষ্ঠান বা ওই ধরনের কিছু একটায় বদলে ফেলা হবে যাতে মানুষের উপকার হয়। আমি একেবার সাধারণের মতো থাকব। ভিআইপি সংস্কৃতি অবসানের প্রতিশ্রুতি দেন তিনি।
৬৫ বছর বয়সি পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান বলেন, এতদিন দেখেছি, ক্ষমতায় যে-ই আসে, বদলে যায়। আমার ক্ষেত্রে তা হবে না। আমি ২২ বছর আগে রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিই শাসন ব্যবস্থা ভেঙে পড়তে দেখে, পাকিস্তানে দুর্নীতি মাথাচাড়া দেওয়ায়। ইমরান এও বলেন, কেন রাজনীতিতে এসেছি, বুঝিয়ে বলছি। রাজনীতি আমায় কিছু দিতে পারেনি। আমি চাই, আমার নেতা কয়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার স্বপ্নের দেশ হয়ে উঠুক পাকিস্তান।
পাশাপাশি পাকিস্তানকে ধনী ক্রমশ আরও ধনী হবে, অন্যদিকে গরিব আরও গরিব, এই চিরাচরিত চক্র থেকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন ইমরান। বলেন, বদল শুরু করতে হবে একেবারে মাথা থেকে।
এদিন ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতেই তাঁর ইসলামাবাদের বানি গালা এলাকার বাসভবনে মোতায়েন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হয়। সেখানে বসে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ মোতায়েন হয়। তাঁর বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড বসানো হয়।
ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলা ইমরান খান জানিয়ে দিলেন, তিনি প্রধানমন্ত্রীর সরকারি আবাসে থাকবেন না, সেই ‘বিলাসবহুল’ ভবনকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জনসাধারণের ব্যবহারযোগ্য কোনও প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর ভবন নিয়ে কী হবে, সেটা আমাদের সরকারই ঠিক করবে। এরকম এক প্রাসাদোপম বাড়িতে থাকতে আমার লজ্জা করে। বাড়িটাকে শিক্ষা প্রতিষ্ঠান বা ওই ধরনের কিছু একটায় বদলে ফেলা হবে যাতে মানুষের উপকার হয়। আমি একেবার সাধারণের মতো থাকব। ভিআইপি সংস্কৃতি অবসানের প্রতিশ্রুতি দেন তিনি।
৬৫ বছর বয়সি পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান বলেন, এতদিন দেখেছি, ক্ষমতায় যে-ই আসে, বদলে যায়। আমার ক্ষেত্রে তা হবে না। আমি ২২ বছর আগে রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত নিই শাসন ব্যবস্থা ভেঙে পড়তে দেখে, পাকিস্তানে দুর্নীতি মাথাচাড়া দেওয়ায়। ইমরান এও বলেন, কেন রাজনীতিতে এসেছি, বুঝিয়ে বলছি। রাজনীতি আমায় কিছু দিতে পারেনি। আমি চাই, আমার নেতা কয়েদ-ই-আজম মহম্মদ আলি জিন্নার স্বপ্নের দেশ হয়ে উঠুক পাকিস্তান।
পাশাপাশি পাকিস্তানকে ধনী ক্রমশ আরও ধনী হবে, অন্যদিকে গরিব আরও গরিব, এই চিরাচরিত চক্র থেকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন ইমরান। বলেন, বদল শুরু করতে হবে একেবারে মাথা থেকে।
এদিন ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতেই তাঁর ইসলামাবাদের বানি গালা এলাকার বাসভবনে মোতায়েন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হয়। সেখানে বসে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ মোতায়েন হয়। তাঁর বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড বসানো হয়।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -