ওয়াশিংটন: উরি হামলার পর ফের মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের কড়া নজরদারিতে চলে এসেছে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার। প্রসঙ্গত, উরি হামলার পর ভারত- পাকিস্তানের মধ্যে অস্থির সম্পর্ক নিয়ে চিন্তিত আন্তর্জাতিক কূটনৈতিক মহল। ইসলামাবাদকে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ায়, পাকিস্তানের সঙ্গে সার্ক অন্তর্ভূক্ত অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে।
সূত্রের দাবি মার্কিন বিদেশ সচিব জন কেরি ইসলামাবাদকে তাদের পরমাণু কার্যকলাপের ওপর রাশ টানার নির্দেশ দিয়েছে। তবে তার প্রেক্ষিতে পাল্টা ইসলামাবাদের দাবি, ভারতের ওপরও একইরকমের নিষেধাজ্ঞা জারি হোক।
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তান তাদের পরমাণু কর্মসূচীতে রাশ টানতে পারবে না। আগে আন্তর্জাতিক মহলকে ভারতকে পরমাণু কার্যকলাপ বন্ধের নির্দেশ দিতে হবে, তবে ভেবে দেখবে পাক শিবির। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের সাংবাদিক বৈঠক থেকেও বাইরে রাখা হয়েছিল ভারতীয় সাংবাদিকদের।
প্রসঙ্গত, এনএসজিতে সদস্যপদ পাওয়ার জন্যে সম্প্রাতি পাকিস্তানের পরমাণু কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে উত্তর কোরিয়ার সফল পরমাণু পরীক্ষাও চিন্তায় ফেলেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলকে। এরমধ্যে সন্ত্রাসবাদীদের আতুঁরঘর হিসেবে পাকিস্তানের পরিচিতিও চিন্তা বাড়িয়েছে কূটনৈতিক বিশেষজ্ঞদের।
উরি হামলার পর নজরদারিতে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Sep 2016 09:47 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -