কুলভূষণ কেমন আছেন? পাকিস্তানের কাছে রিপোর্ট চাইল ভারত
Web Desk, ABP Ananda | 27 Apr 2017 06:51 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া কুলভূষণ যাদবের স্বাস্থ্যের বিষয়ে পাকিস্তানের কাছ থেকে শংসাপত্র চাইল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, চরবৃত্তির অভিযোগে এক বছরেরও বেশি সময় কুলভূষণকে আটকে রেখেছে পাকিস্তান। তাঁর স্বাস্থ্যের বিষয়ে ভারত উদ্বিগ্ন। সেই কারণেই পাকিস্তানের কাছ থেকে শংসাপত্র চাওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর থেকেই তাঁর সঙ্গে দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দেওয়ার দাবি জানাচ্ছে ভারত। কিন্তু পাক সরকার সেই আর্জিতে সাড়া দেয়নি। গতকাল পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালে পাক সরকারকে চিঠি লিখে কুলভূষণের স্বাস্থ্যের বিষয়ে রিপোর্ট চেয়েছেন। তবে এখনও জবাব দেয়নি পাক সরকার।