জানা গিয়েছে, হামরিন পর্বতমালার কাছে হাবিজা শহরে একদল উপজাতির বাস। আইএস বিরোধী হওয়ায় তাদের কচুকাটা করে জঙ্গিরা। প্রাণ বাঁচাতে তারা এলাকা ছাড়ে। তাদের ২৫জনকে খুন করে আইএস। বাকিদেরও মেরে ফেলার জন্য যখন তারা তৈরি, তখনই দেবদূতের মত হাজির হয় একদল বুনো শুয়োর। সম্ভবত তাদের বাসস্থানে ঢুকে পড়েছিল জঙ্গিরা। তাদের পায়ে ৮ জঙ্গি থেঁতলে পিষে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৩জন, বাকিরা মৃত্যুর সঙ্গে লড়ছে।
যেমন কর্ম তেমন ফল, ইরাকে নিরীহদের নিধনে উদ্যত আইএস জঙ্গিদের থেঁতলে মারল বুনো শুয়োর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2017 11:04 AM (IST)
NEXT
PREV
বাগদাদ: ইরাকের হামরিন পর্বতমালার খুব কাছে কিরকুকে লুকিয়ে থাকা একদল আইএসআইএস জঙ্গিকে থেঁতলে দিল বুনো শুয়োরের দল। এতে ৩ জঙ্গির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, ধুঁকছে ৫জন।
জানা গিয়েছে, হামরিন পর্বতমালার কাছে হাবিজা শহরে একদল উপজাতির বাস। আইএস বিরোধী হওয়ায় তাদের কচুকাটা করে জঙ্গিরা। প্রাণ বাঁচাতে তারা এলাকা ছাড়ে। তাদের ২৫জনকে খুন করে আইএস। বাকিদেরও মেরে ফেলার জন্য যখন তারা তৈরি, তখনই দেবদূতের মত হাজির হয় একদল বুনো শুয়োর। সম্ভবত তাদের বাসস্থানে ঢুকে পড়েছিল জঙ্গিরা। তাদের পায়ে ৮ জঙ্গি থেঁতলে পিষে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৩জন, বাকিরা মৃত্যুর সঙ্গে লড়ছে।
জানা গিয়েছে, হামরিন পর্বতমালার কাছে হাবিজা শহরে একদল উপজাতির বাস। আইএস বিরোধী হওয়ায় তাদের কচুকাটা করে জঙ্গিরা। প্রাণ বাঁচাতে তারা এলাকা ছাড়ে। তাদের ২৫জনকে খুন করে আইএস। বাকিদেরও মেরে ফেলার জন্য যখন তারা তৈরি, তখনই দেবদূতের মত হাজির হয় একদল বুনো শুয়োর। সম্ভবত তাদের বাসস্থানে ঢুকে পড়েছিল জঙ্গিরা। তাদের পায়ে ৮ জঙ্গি থেঁতলে পিষে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৩জন, বাকিরা মৃত্যুর সঙ্গে লড়ছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -