ইসলামাবাদ: পাকিস্তানিদের ভিসা সংক্রান্ত পলিসি সংশোধন করে মার্কিন প্রশাসন জানাল, এবার থেকে পাক নাগরিকদের ভিসার মেয়াদ ৫ থেকে কমে এক বছর হচ্ছে। ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’-এর খবর, এ নিয়ে এখানকার মার্কিন দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমেরিকা ঠিক করেছে, এইচ (অস্থায়ী ওয়ার্ক ভিসা), আই (সাংবাদিক ও মিডিয়া ভিসা), এল (ইন্টারকোম্পানি ট্রান্সপার ভিসা), আর (ধর্মীয় কার্যকলাপ সংক্রান্ত ভিসা) তালিকার ভিসার জন্য বাড়তি ফি-ও দিতে হবে এবার। বিজ্ঞপ্তি উদ্ধৃত করে পাক সংবাদপত্রটি এক প্রতিবেদনে বলেছে, আমেরিকা পাক নাগরিকদের ভিসার বৈধতার মেয়াদ ৫ থেকে কমিয়ে এক বছর করেছে। আর পাক সাংবাদিক, মিডিয়ার লোকজন ট্রাভেল পারমিটের পুনর্নবীকরণ না করে আমেরিকায় তিন মাসের বেশি থাকার অনুমতি পাবেন না।
বিজ্ঞপ্তি অনুসারে, আই ভিসার জন্য ৩২ মার্কিন ডলার ও বাকি সব ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে ৩৮ মার্কিন ডলার ভিসা ইস্যু হওয়ার আগে ইসলামাবাদের দূতাবাস বা করাচি কনস্যুলেটে বাড়তি ফি বাবদ জমা দিতে হবে। ২১ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
ওয়াশিংটনে পাকিস্তানির দূতাবাসের নিয়মকানুনের সঙ্গে তাল রেখেই নতুন মার্কিন ভিসা নীতি আনা হল। পাকিস্তানও মার্কিন সাংবাদিকদের তিন মাসের জন্য ভিসা দেয়।
পাক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান কয়েকটি বিশেষ ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে ভিসা ব্যবস্থা সময়োপযোগী করতে না পারায় মার্কিন বিদেশ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি আইনের সঙ্গে মিল রাখতে মার্কিন আইন অনুসারে আমেরিকাকে ভিসার মেয়াদ কমাতে, ভিসা ফি বাড়াতে হয়েছে।