কাবুল: আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী বিস্ফোরণে ১০ জন শিখ সহ ২০ জনের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করল ভারত। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেছেন, ‘আমরা গতকাল আফগানিস্তানে জঙ্গি হামলার কড়া নিন্দা করছি। এটা আফগানিস্তানের বহুত্ববাদী সংস্কৃতির উপর হামলা। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই শোকের মুহূর্তে আফগানিস্তান সরকারকে সাহায্য করতে তৈরি ভারত।’



আফগানিস্তানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘জালালাবাদে ঘৃণ্য ও কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় আফগানিস্তানের ২০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন শিখ। এই হামলায় ২০ জনেরও বেশি জখম। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই হামলা ফের দেখিয়ে দিল, আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। যারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, তাদের দায় নিতে হবে।’



পুলিশ প্রধান গুলাম সানায়েই স্তানিকজাই জানিয়েছেন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি জালালাবাদে এসেছিলেন। গভর্নরের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সংখ্যালঘু শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে আছেন শিখ নেতা অবতার সিংহ খালসা। তিনি অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হল।