ঢাকা: করোনা মোকাবিলায় ফের প্রতিবেশী রাষ্ট্রের দিকে সাহায্যের হাত বাড়াল ভারত। ৩০ হাজার করোনা টেস্ট কিট বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বারবার জোর দিচ্ছেন টেস্টের ওপর। অন্যদিকে বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোভিড-১৯ কে আটকাতে ফের একবার একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিল ভারত।
সূত্রের খবর, ভারতের হাইকমিশনার রীভা গঙ্গোপাধ্যায় দাশ বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনকে এই টেস্ট কিটগুলি হস্তান্তর করেন। ইন্ডিগোর একটা কার্গো ফ্লাইটে নিয়ে যাওয়া হয় এই সমস্ত টেস্ট কিট। হাইকমিশনার রীভা গঙ্গোপাধ্যায় জানান, এই আরটি-পিসিআর শনাক্তকরণ কিটগুলি ভারতের ‘মাই ল্যাব ডিসকভারি সলিউশন প্রাইভেট লিমিটেড’ থেকে তৈরী করা হয়েছে এবং কোভিড-১৯ শনাক্তকরণের জন্য ভারতে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের এই কিটগুলি পাবার ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে। মার্চের ১৫ তারিখে ভারত উদ্যোগ নিয়ে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংগঠনের নেতাদের সম্মেলনের আয়োজন করেছিল। অতিমারীর কথা ভেবে সেখানে গঠন করা হয় সার্স ইমান্জেন্সি ফান্ড। অতিমারীর সঙ্গে লড়াইয়ের পদক্ষেপ হিসাবেই বাংলাদেশকে এই সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। ওই বৈঠকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
এর আগেও ভারতের তরফে করোনা চিকিৎসায় মানবিক সহায়তা হিসেবে ১ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন, ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার হেড কভার, ৫০ হাজার সার্জিক্যাল গ্লাভস-সহ নানা চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে পাঠানো হয়। বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১,৭১৯।
৩০ হাজার করোনা টেস্ট কিট বাংলাদেশের হাতে তুলে দিল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 03:49 PM (IST)
করোনা মোকাবিলায় ফের প্রতিবেশী রাষ্ট্রের দিকে সাহায্যের হাত বাড়াল ভারত। ৩০ হাজার করোনা টেস্ট কিট বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বারবার জোর দিচ্ছেন টেস্টের ওপর। অন্যদিকে বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোভিড-১৯ কে আটকাতে ফের একবার একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিল ভারত।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -