ইসলামাবাদ: কুলভূষণ যাদব ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার মধ্যে পাকিস্তান বলেছে, ভারত ২৬০০ টি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। পাকিস্তানের দাবি, সারা বিশ্বে ভারতেই পরমাণু কর্মসূচীর গতি সবচেয়ে দ্রুত। পাক বিদেশ দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া ইসলামাবাদে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, ভারতের এই পারমাণবিক কর্মসূচী দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক।
জাকারিয়া আরও বলেছেন, ২০০৮-এর ভারত-মার্কিন পরমাণু চুক্তির আওতায় ভারতে আমদানিকৃত পরমাণু জ্বালানি, সরঞ্জাম ও প্রযুক্তি অন্য উদ্দেশে সরিয়ে ফেলা হতে পারে। এই আশঙ্কার কথা পাকিস্তান তুলে ধরছে বলেও তিনি জানিয়েছেন।
এই পদস্থ পাক আধিকারিক পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের আর্জি নিয়েও আশঙ্কা ব্যক্ত করেছেন। এই গোষ্ঠীতে ভারতকে অন্তর্ভূক্ত করলে যে ঝুঁকি থাকবে তা খতিয়ে দেখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছেন জাকারিয়া।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারত ২৬০০ পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম: পাকিস্তান
ABP Ananda, web desk
Updated at:
18 May 2017 08:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -