শ্রীনগর: কাশ্মীরে পাক সংঘর্ষবিরতি লঙ্ঘনের জবাবে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারালেন অন্তত ২ পাক সেনা কর্মী। আহত হয়েছেন আরও ৭ জন। পুঞ্চ জেলায় গতকাল থেকে এই গুলির লড়াই চলছে।
নিয়ন্ত্রণরেখার কাছে একটি পাক সেনা বাঙ্কার ধ্বংস হয়েছে বলে খবর।
গতকাল পুঞ্চে পাক সেনার আচমকা গুলিবর্ষণে ছুটিতে থাকা এক সেনা জওয়ান ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এরপর ভারতীয় সেনার জবাবি গুলিবর্ষণে ৭ পাক নাগরিকের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ২ জন পাক সেনা, বাকিরা নাগরিক। এছাড়াও অন্তত ১৬ জন পাক নাগরিক আহত হয়েছেন।
এঁরা সকলেই পাকিস্তানের পুঞ্চ জেলার হাজিরা সেক্টরের বাসিন্দা। এছাড়া আরও ৭ পাক সেনা গুলিবর্ষণে জখম হয়েছেন, এঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
হতাহত পাক সেনারা সকলেই ২৪ ফ্রন্টিয়ার ফোর্সের সদস্য। ভারতের পুঞ্চ জেলার চাক্কা দা বাগ ও খারি কারমারা এলাকার ঠিক উল্টোদিকে, নিয়ন্ত্রণরেখার ওপারে এঁদের মোতায়েন করা হয়েছে।
নিয়ন্ত্রণরেখায় ভারত গুঁড়িয়ে দিল পাক সেনা ছাউনি, গুলিতে মৃত অন্তত ২ পাক সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2017 11:38 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -