শ্রীনগর: কাশ্মীরে পাক সংঘর্ষবিরতি লঙ্ঘনের জবাবে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারালেন অন্তত ২ পাক সেনা কর্মী। আহত হয়েছেন আরও ৭ জন। পুঞ্চ জেলায় গতকাল থেকে এই গুলির লড়াই চলছে।


নিয়ন্ত্রণরেখার কাছে একটি পাক সেনা বাঙ্কার ধ্বংস হয়েছে বলে খবর।

গতকাল পুঞ্চে পাক সেনার আচমকা গুলিবর্ষণে ছুটিতে থাকা এক সেনা জওয়ান ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এরপর ভারতীয় সেনার জবাবি গুলিবর্ষণে ৭ পাক নাগরিকের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ২ জন পাক সেনা, বাকিরা নাগরিক। এছাড়াও অন্তত ১৬ জন পাক নাগরিক আহত হয়েছেন।

এঁরা সকলেই পাকিস্তানের পুঞ্চ জেলার হাজিরা সেক্টরের বাসিন্দা। এছাড়া আরও ৭ পাক সেনা গুলিবর্ষণে জখম হয়েছেন, এঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

হতাহত পাক সেনারা সকলেই ২৪ ফ্রন্টিয়ার ফোর্সের সদস্য। ভারতের পুঞ্চ জেলার চাক্কা দা বাগ ও খারি কারমারা এলাকার ঠিক উল্টোদিকে, নিয়ন্ত্রণরেখার ওপারে এঁদের মোতায়েন করা হয়েছে।