ইসলামাবাদ: মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর যৌথ বিবৃতির সমালোচনা করল পাকিস্তান। সেদেশের বিদেশ মন্ত্রকের দাবি, এই বিবৃতিতে যেভাবে সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তাতে ভারতের সামরিক আগ্রাসনের আশঙ্কা বেড়ে গিয়েছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও বিরোধী এই বিবৃতি। ট্রাম্প ও মোদীর বৈঠকে ভারতের নীতি বদল করার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের নীতি এই অঞ্চলের শান্তির পক্ষে ক্ষতিকর।

মোদীর ওয়াশিংটন সফরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, ডি-কোম্পানির মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে। পাকিস্তান যাতে অন্য দেশে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য নিজেদের দেশ ব্যবহার না করতে দেয়, সেই বার্তাও দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৬/১১ মুম্বই হামলা, পঠানকোট হামলা এবং অন্যান্য সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যও পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দেওয়ার কথাও ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মোদী ও ট্রাম্পের এই যৌথ বিবৃতিকে মোটেই ভালভাবে নিচ্ছে না পাকিস্তান। হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করারও বিরোধিতা করছে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের দাবি, কাশ্মীরের মানুষ শান্তিপূর্ণভাবে আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য লড়াই করছেন। সেই লড়াইকে সমর্থন করছে পাকিস্তান। কাশ্মীরের মানুষের শান্তিপূর্ণ লড়াইকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। ভারতের সেনাবাহিনী কাশ্মীরের নিরপরাধ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। পাকিস্তানই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের প্রাথমিক শিকার। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পাকিস্তান। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ভূমিকা নেওয়ার কথা বললেও, তারাই পাকিস্তানে গত কয়েক বছরে একের পর এক সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী। তেহরিক-ই-তালিবানকে পাকিস্তানের বিরুদ্ধে ছায়াযুদ্ধে সাহায্য করছে ভারত।