লিসবন: সন্ত্রাস দমন, মহাকাশ, জলবায়ু সংক্রান্ত গবেষণার মতো বিষয়গুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর কথা ঘোষণা করল ভারত ও পর্তুগাল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণার জন্য ৪০ লক্ষ ইউরোর যৌথ তহবিল গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে। দু দেশের মধ্যে মোট ১১টি চুক্তি হয়েছে। তার মধ্যে ন্যানো টেকনলজি, সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানো, ক্রীড়া ও যুব বিষয়ক, উচ্চশিক্ষা ও বাণিজ্য রয়েছে।
পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমরা আজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। পর্তুগালের অর্থনীতির ঘুরে দাঁড়ানো এবং ভারতের অর্থনীতির উত্থান আমাদের যৌথ উন্নতির সুযোগ এনে দিয়েছে। আমাদের আর্থিক চুক্তি উন্নতির পথে এগিয়ে চলেছে। পণ্য, পরিষেবা, মূলধন ও মানবসম্পদের উন্নতির জন্য আমরা আরও কাজ করতে পারি। সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়েও বোঝাপড়া বাড়ানোর বিষয়ে আমরা বদ্ধপরিকর।’ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতকে সমর্থন করায় পর্তুগালকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পর্তুগালে দাবানলে ৬৪ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মোদী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পর্তুগালের সঙ্গে সন্ত্রাস দমন, মহাকাশ সহ ১১টি চুক্তি স্বাক্ষর ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2017 10:03 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -