Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মাসুদ ইস্যু: চিনা বিদেশ মন্ত্রীকে স্পষ্ট আপত্তি জানালেন সুষমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2016 01:25 PM (IST)
NEXT
PREV
মস্কো: মাসুদ আজহার ইস্যুতে চিনা অবস্থান নিয়ে ভারতের আপত্তি বেজিংকে স্পষ্ট জানাল দিল্লি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আজ মস্কোয় চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইকে জানিয়েছেন, যেভাবে চিন ভেটো দিয়ে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় মাসুদের নাম তোলা আটকিয়েছে, ভারত তা ভালভাবে নেয়নি। সন্ত্রাসবাদ রোধে দ্বিপাক্ষিক সম্পর্কই আসল কথা। ভারত, চিন দু দেশই জঙ্গি হামলার শিকার। সুতরাং এ ক্ষেত্রে তাদের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। মস্কোয় রাশিয়া- ভারত- চিন ত্রিপাক্ষিক বৈঠক চলাকালীন আলোচনায় বসেন দুই মন্ত্রী। সুষমা বলেন, রাষ্ট্রপুঞ্জ যাতে সন্ত্রাসবাদী মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে, সে জন্য দিল্লির চেষ্টায় বেজিং যেভাবে জল ঢেলেছে, তা ভারত সরকারের গোচরে এসেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই ইস্যুতে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখবে দু দেশ। এ মাসের শুরুতে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিতে কুখ্যাত পাক জঙ্গি মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রসঙ্গটি উঠলে তার বিরুদ্ধে ভেটো দেয় বেজিং। দাবি করে, এ ক্ষেত্রে সব নিয়মকানুন নাকি মানা হয়নি। যদিও আন্তর্জাতিক বিশ্ব ভালভাবে জানে, পাকিস্তানের স্বার্থরক্ষা করতেই বেজিংয়ের এই ভেটো প্রয়োগ।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -