ওয়াশিংটন: সন্ত্রাসবাদীদের নিরাপদ আস্তানা দেওয়ার বিষয়ে পাকিস্তান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় আক্রমণ করেছিলেন, তাতে সায় দিল ভারত।


মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনা জানান, সন্ত্রাস মোকাবিলা সহ একাধিক বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একই কৌশলগত অবস্থান রয়েছে। তিনি বলেন, আমরা আমেরিকার আফগান ও দক্ষিণ এশিয়া নীতিকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে, সেই নিয়ে আমরাও উদ্বিগ্ন।


সারনা যোগ করেন, পাকিস্তানের মাটি থেকে ক্রমাগত সীমান্তপার সন্ত্রাস চালানো হচ্ছে। যার জেরে ভারতের সঙ্গে আফগানিস্তানের উদ্বেগের বিষয়। সারনার মতে, পাকিস্তানের উচিত নয়, নিজেদের ও তাদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে সন্ত্রাসের জন্য ব্যবহার করতে দেওয়া।


প্রসঙ্গত, গত সপ্তাহে আফগানিস্তানে মার্কিন সেনা নিহত হওয়ার জন্য পাকিস্তানকে একহাত নেন ডেনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। তাঁর হুঁশিয়ারি, এরকম হলে, পাকিস্তানকে অনেক কিছু হারাতে হতে পারে।