মাদ্রিদ: সাইবার নিরাপত্তা ও অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্র সহ স্পেনের সঙ্গে মোট সাতটি মউ স্বাক্ষর করল ভারত।
বর্তমানে চারদেশের বিদেশ সফরে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে জার্মানি থেকে তিনি স্পেনে পৌঁছন। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদে প্রেসিডেন্ট মারিয়ানো রাহয়ের সঙ্গে বৈঠক করেন মোদী। প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক থেকে শুরু করে সন্ত্রাস মোকাবিলা ও সাংস্কৃতিক যোগাযোগকে আরও দৃঢ় করতে স্পেনের সঙ্গে সুসম্পর্ক রাখতে তৈরি ভারত।
[embed]https://twitter.com/narendramodi/status/869847973076779009[/embed]
বৈঠকের পরই সাতটি মউ স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। চুক্তির তালিকায় রয়েছে— অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত সহযোগিতা, সাইবার নিরাপত্তা, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি, অসামরিক বিমান পরিবহণ। এর পাশাপাশি, বন্দি প্রত্যর্পণ ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ছাড় নিয়েও চুক্তি স্বাক্ষর হয়েছে।
প্রসঙ্গত, মোদী হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি গত তিন দশকে স্পেন সফরে গেলেন। শেষবার ১৯৮৮ সালে স্পেনে গিয়েছিলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। এদিন স্প্যানিশ প্রেসিডেন্টের প্রশংসা করে মোদী বলেন, রাহয়ের নেতৃত্বে স্পেনের অর্থনৈতিক সংস্কারের ফলে দেশের প্রভূত উন্নতি হয়েছে।
[embed]https://twitter.com/narendramodi/status/869846468051337216[/embed]
ভারতে বিনিয়োগের জন্য স্পেনের পরিকাঠামো, পর্যটন, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রকে আহ্বান করেন মোদী। বলেন, ভারতে বিনিয়োগ করার এটাই সেরা সময়। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির মধ্যে স্পেন হল ভারতের সপ্তম বৃহত্তম। গত বছর দু দেশের মধ্যে মোট আমদানি-রফতানির পরিমাণ ছিল প্রায় সাড়ে ৫ বিলিয়ন মার্কিন ডলার।
[embed]https://twitter.com/narendramodi/status/869857143624564736[/embed]
স্প্যানিশ প্রেসিডেন্টের পাশাপাশি সেদেশের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন মোদী। এদিন মাদ্রিদের নিকটে পালাসিও দি লা জারজুয়েলা প্রাসাদে গিয়ে ফেলিপের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। স্পেন সফর শেষ করে এবার রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন মোদী।