কাবুল:  কাবুলের জার্মান দূতাবাসের অনতিদূরে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেঙে আজ সকালে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের লক্ষ্য কী প্রথমে বোঝা যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে ১০০ কিমি দূরত্বের মধ্যে থাকা সমস্ত বাড়ি-ঘরের মারাত্মক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ভারতীয় দূতাবাসের বিল্ডিংও, তবে সুরক্ষিত রয়েছেন সেখানকার কর্মী ও আধিকারিকরা। বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

কাবুলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মণপ্রীত ভোহরা জানিয়েছেন, আজ সকালে ব্যস্ত সময় আচমকাই জার্মান দূতাবাসের সামনে এই গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে তারপর ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়, জানিয়েছেন মণপ্রীত। এই বিস্ফোরণে শতাধিক আহত, মৃত ৮০।

এইমুহূর্তে চারদেশীয় আন্তর্জাতিক সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। স্পেন থেকে এই ঘটনার কড়া ভাষায় সমালোচনা করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আফগান সরকারের পাশে থাকারও বার্তা দিয়েছেন মোদী। এরপরই অপর একটি টুইট করে মোদী বলেন, জঙ্গি নিকেশ করতে ভারত বদ্ধপরিকর। এই লড়াইয়ে বিশ্বের যেকোনও দেশের পাশে থাকতে প্রস্তুত নয়াদিল্লি।