ট্যুইট করে তিনি বলেন, কাবুলে সন্ত্রাসবাদী আক্রমণের তীব্র নিন্দা করি। নিহতদের পরিবারের প্রতি রইল আমাদের ভাবনা, সহানুভূতি, আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। ফের একটি ট্যুইটে তিনি লেখেন, সন্ত্রাসবাদ সমর্থন করা শক্তিগুলিকেও হারানো দরকার। সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত আফগানিস্তানের পাশেই আছে বলে অঙ্গীকার করেন তিনি।
কাবুলের দূতাবাস পাড়ায় বুধবারের সকালের ভয়াবহ বিস্ফোরণে হতাহত হয়েছেন বহু মানুষ। সেই প্রেক্ষাপটেই আজ স্পেনের রাজধানী মাদ্রিদে পা রেখে সে দেশের প্রেসিডেন্ট মারিয়ানো রাজয়ের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ রুখতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপরও জোর দেন মোদী। প্রধানমন্ত্রী এদিন দেখা করেন স্পেনের রাজার সঙ্গেও।
বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে জানান, আমাদের দুটি দেশই নিরাপত্তা ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন। সে কারণেই সন্ত্রাসবাদ রোধে দ্বিপাক্ষিক সহায়তা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। মোদী-রাজয় বৈঠক 'বহুমুখী সম্পর্কে নতুন উত্সাহ' সঞ্চার করবে বলেও মন্তব্য করেন ওয়াগলে।