ওয়াশিংটন: নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠকেই পাকিস্তানকে কড়া বার্তা দিল দিল্লি ও ওয়াশিংটন। কঠোর ভাষায় দু'দেশ বলেছে, তাদের এলাকা থেকে সীমান্ত টপকে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করুক পাকিস্তান। ২৬/১১ ও পাঠানকোট হামলার মাস্টারমাইন্ডদের সাজা দেওয়া হোক দ্রুত।
বৈঠকের পর হোয়াইট হাউস যে যৌথ বিবৃতি প্রকাশ করে, তাতে বলা হয়েছে এ কথা। তাতে বলা হয়েছে, ২৬/১১ ও পাঠানকোট হামলার পাশাপাশি পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি গোষ্ঠীগুলি সীমান্তের এপারে যত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, তার সব মাস্টারমাইন্ডকে কঠোর সাজা দেওয়া হোক।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, কট্টরবাদ ও গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ে সহমত হয়েছে ভারত-আমেরিকা। বিদেশ সচিব এস জয়শঙ্কর জানান, দুই দেশ যৌথ বিবৃতিতে বলেছে, বিশ্বের প্রতিটি অংশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করতে হবে। ভারত-আমেরিকা একসঙ্গে করবে এই কাজ। দু'দেশের সেনা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর কাজ করছে। আগামী মাসে জাপানি নৌসেনার সঙ্গে ভারত মহাসাগরে সর্বাধিক বৃহৎ নৌ মহড়ায় অংশ নেবে তারা। এছাড়াও তাঁদের কথা হয়, আফগানিস্তানের টালমাটাল পরিস্থিতি নিয়ে।
এই বৈঠকের আগে তিনবার ফোনে কথা বলেন মোদী ও ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ভারত-মার্কিন সম্পর্কে এমন সুসময় আগে কখনও আসেনি। বৈঠক শুরুর আগে মার্কিন প্রতিরক্ষা সামগ্রীর বরাত দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি।
পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী হামলা বন্ধ হোক, ইসলামাবাদকে বলল ভারত, আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2017 08:14 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -