ওয়াশিংটন: একের পর এক আর্থিক সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে উন্নয়নের দ্রুত রথে সওয়ার করিয়েছেন। ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। বললেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউ জার্সিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন ৭০ বছর বয়সি এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। সেখানে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় হবে, শুধু সম্পর্কের উন্নয়নই নয়, তাঁর কথায়, ‘বেস্ট ফ্রেন্ড’ হবে দু’দেশ।


প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, পর পর আর্থিক সংস্কারের পথে হেঁটে মোদী দেশকে উন্নয়নের সঠিক রাস্তায় নিয়ে গিয়েছেন, ভারতীয় আমলাতন্ত্রেরও সংস্কার করেছেন তিনি। এমন প্রচেষ্টা আমেরিকাতেও দরকার।

প্রধানমন্ত্রীর সক্রিয়তার প্রশংসা করে ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাজ করতে চান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনপর্ব চলাকালীন এই প্রথম কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিলেন। ট্রাম্প বলেন, হিন্দু সম্প্রদায়কে তিনি ভালবাসেন, ভালবাসেন ভারতকেও। তিনি যদি নির্বাচিত হন, তবে ভারতীয় ও হিন্দুরা হোয়াইট হাউসে একজন প্রকৃত বন্ধু পাবেন। ভারত ও নরেন্দ্র মোদীর ওপর নিজের আস্থা ব্যক্ত করেন তিনি।

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকারও প্রশংসা করেছেন ট্রাম্প। কট্টর ইসলামীয় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকা সদর্থক বলে মন্তব্য করেন তিনি। মুম্বই হামলার প্রসঙ্গ তুলে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ভারত-আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।