ইসলামাবাদ: আলোচনার প্রস্তাব নওয়াজ শরিফের মুখে। কাশ্মীর ইস্যু উপমহাদেশে ‘অশান্তির মূল কারণ’ বলে দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন, ভারত এই সমস্যা সমাধানে সিরিয়াস হলে পাকিস্তানও আলোচনায় তৈরি। তিনদিনের আজারবাইজান সফর শেষে রাজধানী বাকুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


পাকিস্তান বকেয়া ইস্যুগুলি নিয়ে অনেকবার আলোচনার প্রস্তাব দিলেও ভারতের তরফে সাড়া মেলেনি বলে অভিযোগ করেন শরিফ।

তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, উপমহাদেশে অশান্তির মূলেই কাশ্মীর। ভারতকে এর মীমাংসায় সদিচ্ছা দেখিয়ে রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব মেনে দায়বদ্ধতা পালন করতে হবে।

পাকিস্তান কাশ্মীর প্রশ্নের শান্তিপূর্ণ সমাধানে দায়বদ্ধ বলে দাবি করেন তিনি। এদিনও উরির ভারতীয় সেনা ঘাঁটির ওপর হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন শরিফ। বলেন, হামলার মাত্র ৬ ঘণ্টার ভিতরেই পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ হয়নি বলেও জানিয়ে দেন।