ইসলামাবাদ: সীমান্তে গোলাগুলি এবং ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে এবার ভারতকে একহাত নিল পাকিস্তান। পাক সেনাপ্রধানের দাবি, তারা যদি ভারতের ওপর এমন সার্জিক্যাল স্ট্রাইক করে, তাহলে ভারতের কয়েক প্রজন্ম তা মনে রাখবে!


আগামী বুধবার পাক সেনাপ্রধান হিসেবে অবসর নেবেন রাহিল শরিফ। সেই জন্য দিতি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সেনা ডিভিশনের সঙ্গে বৈঠক করে চলেছেন।


এদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশে শাহিদ আফ্রিদির নামাঙ্কিত স্টেডিয়ামের উদ্বোধন করেন। সেখানেই তিনি ভারতকে তীব্র আক্রমণ করেন। বলেন, যদি পাকিস্তান ভারতের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে, তাহলে ভারতের পরবর্তী কয়েক প্রজন্ম ভুলতে পারবে না।


এমনকী, সেই সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষমতা কতটা, তা ভারতে স্কুলের পাঠ্যক্রমে পড়ানো হবে বলেও দাবি তাঁর। তিনি আরও জানান, ভারতকে ‘শিক্ষা’ দেওয়ার পুরো ক্ষমতা রয়েছে পাক সেনার। একইসঙ্গে, তিনি এ-ও জানান, পাক অধিকৃত কাশ্মীরে ভারত কোনও সার্জিক্যাল স্ট্রাইক করেনি।


এর আগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানান, ভারতীয় সেনার গুলিবর্ষণে পাক নাগরিকের মৃত্যুর বিষয়টি হাল্কাভাবে নেবে না ইসলামাবাদ। তিনি বলেন, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ফৌজের ক্রমাগত সংঘর্ষবিরতি সত্ত্বেও পাকিস্তান যথাসম্ভব আত্মনিয়ন্ত্রণ বজায় রেখেছে।


শুধু পাক প্রধানমন্ত্রী বা সেনাপ্রধান নন, ভারতকে আক্রমণ করেছেন পাক বায়ুসেনা প্রধানও। এদিন একটি প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে পাক এয়ার চিফ মার্শাল শোহেল আমান বলেন, তাদের ‘যুদ্ধ-পরিক্ষিত’ সামরিক বাহিনী ভারতের মোকাবিলা করতে প্রস্তুত। তাঁর মতে, সীমান্তে গোলাগুলি কমিয়ে ভারতের উচিত কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় মনযোগ দেওয়া।