আগরতলা (ত্রিপুরা): ভারত (India) বাংলাদেশকে (Bangladesh) আগামী পাঁচ বছর ২০ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করবে। এই মর্মে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি আগামী পাঁচ বছরের জন্য পুনর্নবীকরণ (renewed the contract) করা হয়েছে। রবিবার পদস্থ সরকারি আধিকারিকরা রবিবার এ কথা জানিয়েছেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড (Tripura State Electricity Corporation Limited -TSECL) বাংলাদেশকে ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। আগে এই সরবরাহ ছিল ১৬০ মেগাওয়াট। পুনর্নবীকৃত চুক্তি অনুসারে, এই সরবরাহ আগের তুলনায় ২০ শতাংশ বেশি।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্ধারিত মূল্যে বিদ্যুতের বাণিজ্য নিয়ে ভারত ও বাংলাদেশ ২০১০ সালের ১১ জানুয়ারি একটি চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তির মেয়াদ ২০২১-র ১৬ মার্চ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড বা টিএসইসিএলের এমডি এমএস কেলে এবং এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (NTPC Vidyut Vyapar Nigam Ltd)-এর সিইও প্রবীন সাক্সেনা এই চুক্তি পুনর্বীকরণের ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ঢাকায় গত ২ ডিসেম্বর পুনর্নবীকরণ চুক্তিতে স্বাক্ষর করেন। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাদের বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ পাওয়ার ডেভেলাপমেন্ট বোর্ড (Bangladesh Power Development Board -BPDB)-র ডিরেক্টর।
Omicron Bangladesh: ওমিক্রন সংক্রমণের ঝুঁকির তালিকা থেকে বাদ রাখা হল বাংলাদেশকে
আধিকারিক সূত্রে খবর, নতুন এই চুক্তি ২০২১-এর ১৭ মার্চ থেকে কার্যকর হয়েছে এবং তা বহাল থাকবে ২০২৬-এর ১৬ মার্চ পর্যন্ত। উভয়পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে চার ঘণ্টা বৈঠকের পর সংশোধিত বিধি ও শর্ত চূড়ান্ত হয়েছে।
Bangladesh News: স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ, রাষ্ট্রপুঞ্জে গৃহীত ঐতিহাসিক প্রস্তাব
নতুন চুক্তি অনুসারে বাংলাদেশ আরও ২০ শতাংশ বেশি বিদ্যুতের সরবরাহ পাবে। আগামী পাঁচ বছর এই সরবরাহ অব্যাহত রাখার ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তির পুনর্নবীকরণ করা হয়েছে। নতুন এই চুক্তি চলতি বছরের ১৭ মার্চ থেকে কার্যকর বলে গন্য হবে।