ওয়াশিংটন: রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ইন্দো-আমেরিকান তথ্যপ্রযুক্তি কর্মীর। সোমবার অটোপসি পরীক্ষার পর জানা গেছে, ৪৪ বছরের ওই ব্যক্তি নিজেই গুলি চালিয়েছেন। বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তির স্ত্রী ও দুই ছেলেকেও। যদিও তাঁদের কে হত্যা করেছেন, সে-বিষয়ে এখনও নিশ্চিত করে বলতে পারেননি তদন্তকারীরা।
শনিবার তাঁদের লোয়ার বাড়ি থেকে পরিবারের চার সদস্যেরই গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট অনুসারে, ওই তথ্যপ্রযুক্তি কর্মী আত্মহত্যা করেছেন বলা হলেও, বাকি তিনজনের মৃত্যু আত্মহত্যা নয়, বলে জানা গেছে ! সেক্ষেত্রে বাকিদের উপর গুলি চালাল কে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের বাকিদের সঙ্গে কথা বলছে স্থানীয় পুলিশ।
ওই পরিবারের রহস্যজনক মৃত্যুতে কার্যত হতবাক পরিচিত ও প্রতিবেশীরা।
ঘটনার দিন ওই বাড়িতে ছিলেন আরও ৪ জন অতিথি। তাঁরাই মৃতদেহ দেখে আতঙ্কে বাইরে বেরিয়ে এসে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। তখন এক পথচারী সাহায্যে এগিয়ে আসে ও পুলিশে খবর দেয়।
সূত্রের খবর, ওই পরিবার খুবই মিশুকে ছিল। তাদের আভ্যন্তরীণ কোনও অশান্তির খবরও শোনা যায়নি। তাই কেন এই হত্যা, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
মার্কিন মুলুকে গুলি করে আত্মহত্যা ইন্দো-আমেরিকান তথ্যপ্রযুক্তি কর্মীর, রহস্যমৃত্যু স্ত্রী ও দুই ছেলেরও
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2019 01:59 PM (IST)
পরিবারের চার সদস্যেরই গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট অনুসারে, ওই তথ্যপ্রযুক্তি কর্মী আত্মহত্যা করেছেন বলা হলেও, বাকি তিনজনের মৃত্যু আত্মহত্যা নয়, বলে জানা গেছে !
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -