কাঠমান্ডু: নেপালে দুর্ঘটনায় মৃত্যু হল মমতা দেবী ঠাকুর নামে এক ভারতীয় মহিলা সহ ৩১ জনের। দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী কাঠমান্ডু থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ধাডিং জেলার ঘাটবেসি অঞ্চলে। একটি বাস ত্রিশুলি নদীতে পড়ে যায়। ধাডিংয়ের পুলিশ সুপার ধ্রুবরাজ রাউত বলেছেন, শনিবার ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  ভোরবেলা দৃশ্যমানতা কম থাকা এবং অতিরিক্ত যাত্রী ও গতি থাকার জন্যই মোড় ঘোরার সময় টাল সামলাতে পারেননি চালক। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, বাসটি রাজবিরাজ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরেই উদ্ধারকার্য শুরু করে সেনাবাহিনী ও পুলিশ। ১৬ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়। দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।