ওএস ৩৫ নামে একটি পণ্যবাহী জাহাজটিতে গতকাল রাতে জলদস্যুরা আক্রমণ চালায়। অপহৃত জাহাজটি থেকে বিপদ বার্তা পেয়ে সাহায্যে এগিয়ে যায় ভারতীয় নৌবাহিনী। চিনের নৌবাহিনীও জাহাজটির সাহায্যার্থে অগ্রসর হয়। ভারতীয় নেভি এয়ার কভার দেয়। সেইসঙ্গে বিপন্ন জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। জাহাজটিকে জলদস্যুদের কবলমুক্ত করার অভিযানে নিযুক্ত হয় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ১৮ কর্মী।
জাহাজটির সাহায্যে এগিয়ে আসে পাক ও ইতালির নৌবাহিনী। জাহাজটিতে তল্লাশি চালিয়ে কোনও জলদস্যুকেই পাওয়া যায়নি বলে জানা গেছে। জাহাজটিতে পৌঁছনোর আগেই তারা পালিয়ে যায়।
এই অভিযানের জন্য ভারতীয় নৌবাহিনী ও চিনের নৌবাহিনী একে অপরকে ধন্যবাদ জানিয়েছে বলে জানা গেছে।