জোহানসবার্গ: ডারবানে ভারতীয় কনসাল জেনারেল শশাঙ্ক বিক্রমের সরকারি বাসভবনে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। কনসাল জেনারেলের ১০ ও ৫ বছরের দুই ছেলে, বাড়ির কাজের লোক ও দেখা করতে আসা এক শিক্ষককে বন্দি করে তারা। উদ্বিগ্ন ভারত সরকার দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে বিষয়টি তুলেছে।
ডারবানের ইনেস রোডে শশাঙ্ক বিক্রমের বাসভবন। সম্ভবত প্রবেশদ্বার টপকে ভেতরে ঢোকে ডাকাতদল। তাঁর স্ত্রীকে বন্দুক দেখিয়ে বাকি সদস্যদের বন্দি করে লুঠপাট চালায়। মারধরও করে কর্মীদের, তবে কারও শারীরিক কোনও ক্ষতি হয়নি। তবে অভূতপূর্ব এই ব্যাপারে আতঙ্কিত সকলে, তাঁদের কাউন্সেলিং করানোর ব্যাপারে ভাবা হচ্ছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা দক্ষিণ আফ্রিকা প্রশাসনকে বলেছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিক, তাঁর পরিবার ও সম্পত্তির দেখাশোনা করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তাদের আশা, অপরাধীরা শিগগিরই ধরা পড়বে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কথা বলেছেন কনসাল জেনারেলের সঙ্গে, তাঁর পরিবারের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।
শশাঙ্ক বিক্রম জানিয়েছেন, এক কাজের লোকের সেলফোন নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। সম্ভবত তা থেকে এই ঘটনার কোনও সূত্র মিলতে পারে।
দক্ষিণ আফ্রিকায় ভারতীয় কনসাল জেনারেলের বাড়িতে ডাকাতি, বন্দি রাখা হল পরিবারের সদস্যদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Nov 2017 08:31 AM (IST)
শশাঙ্ক বিক্রম (ডান দিকে)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -