দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে লটারিতে দেড় কোটি দিরহাম জিতলেন এক ভারতীয়। সুজিত কে এস নামে ওই ব্যক্তি শারজায় থাকেন। তিনি ১ এপ্রিল অনলাইনে লটারির টিকিট কাটেন। গতকাল তিনি জ্যাকপট জেতেন। ইউটিউবে এই লটারির চূড়ান্ত পর্ব দেখানো হলেও, এখনও পর্যন্ত সুজিত জানতেই পারেননি তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। লটারি সংস্থার পক্ষ থেকে তাঁকে ফোন করে পাওয়া যাচ্ছে না। ওই সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, সুজিতকে ফোনে না পেলে তাঁর বাড়িতে যাবেন।


লটারি সংস্থার পক্ষ থেকে আরও জানা গিয়েছে, মঙ্গেশ মইন্দে নামে অন্য এক ভারতীয় একটি বিএমডব্লু ২২০ আই গাড়ি জিতেছেন। আরও আটজন ভারতীয় এবং এক পাকিস্তানি সান্ত্বনা পুরস্কার পেয়েছেন।

গত বছর কেরল থেকে আমিরশাহীতে যাওয়া এক গাড়িচালক জন বারুঘিজ লটারিতে এক কোটি ২০ লক্ষ টাকা জিতেছিলেন। এ বছরের জানুয়ারিতে কেরল থেকে আমিরশাহীতে যাওয়া অপর এক ব্যক্তি লটারিতে এক কোটি ২০ লক্ষ টাকা জেতেন। ২০১৭ সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত আটজন ভারতীয় আবু ধাবিতে লটারিতে ১০ লক্ষ দিরহাম করে জিতেছেন।